টার্নিং জব সিকার্স ইনটু জব ক্রিয়েটর্স ইন বাংলাদেশ প্রকল্প
প্রকল্পের নাম: টার্নিং জব সিকার্স ইনটু জব ক্রিয়েটর্স ইন বাংলাদেশ
প্রকল্পমেয়াদ: সেপ্টেম্বর ২০১৫ থেকে আগষ্ট ২০১৯
অংশগ্রহণকারী: প্রত্যক্ষ ৩৭৫ জন তরুণ উদ্যোক্তা, পরোক্ষ ১৫০০ জন
কর্মএলাকা: ঢাকা সিটি কর্পোরেশন
আর্থিক সহায়তায়: কমিক রিলি -ইউকে
উদ্দেশ্য-
– প্রকল্পে উপকারভোগীদের আত্ম-কর্মসংস্থান এবং তাদের মাধ্যমে অন্যান্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা।
– প্রকল্পে উপকারভোগীদের উদ্যোক্তা উন্নয়নের প্রশিক্ষণ প্রদান করা।
– প্রশিক্ষণ প্রাপ্ত যুব উদ্যোক্তাদের ব্যবসায় জন্য স্বল্প সুদে পুঁিজ সংগ্রহের ক্ষেত্রে ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ প্রাপ্তিতে সহযোগীতা করা।
– অভিজ্ঞ স্বেচ্ছাসেবী মেন্টর নিবন্ধন করে ইয়ূথ বিজনেস ইন্টারন্যাশনাল(ওয়াইবিআই) মেন্টরিং মডেল এর উপর প্রশিক্ষণ প্রদান এবং উপকারভোগীদের মেন্টরিং সেবা নিশ্চিত করা।
প্রত্যাশিত ফলাফল :
– ৩৭৫ জন উপকারভোগী উদ্যোক্তা উন্নয়নের উপর প্রশিক্ষণ পাবে।
– ৩০০টি ব্যবসা পরিকল্পনা হবে।
– ২২৫ জন উপকারভোগীকে ঋণ গ্রহন প্রক্রিয়ায় সহযোগীতা পাবে।
– ১০০ জন মেন্টর স্বেচ্ছাসেবী হিসেবে প্রকল্পের সাথে সংযুক্ত হবে।
– ৩০০ জন উপকারভোগী সাথে মেন্টর (ব্যবসায়ীক পরামর্শ দাতা) সংযুক্ত acহবে।
admin2020-04-20T06:45:25+00:00